ডোনাল্ড ট্রাম্পকে এবার স্ন্যাপচ্যাট থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে সংস্থাটি। গত সপ্তাহের শুরুতে স্ন্যাপচ্যাট সাময়িকভাবে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। বুধবার সংস্থাটি স্থায়ী করে দিয়েছে।
এর আগে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক ও টুইটার। সহিংসতা ছড়ানোর আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তার ইউটিউব চ্যানেলও। ইউটিউবে সম্প্রতি ট্রাম্পের একটি ভিডিও ঘিরে হিংসাত্মক পরিস্থিতি তৈরির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। মুছে দেওয়া হয় ভিডিওটিও। এবার ট্রাম্পের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টও স্থায়ীভাবে বন্ধ হল।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন