কিভাবে লিংক শর্ট করতে হয়?

মেথোডটি হচ্ছে শর্ট লিংক অর্থাৎ লিংক ছোট বা ক্ষুদ্র করা। আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েচ্ছে সে লিঙ্ক গুলো প্রয়োজনের থেকে তুলনামুলক বড় যার কারণে সেই লিঙ্ক গুলোতে কেউ ক্লিক করে না। আপনি যদি আপনার ওয়েবসাইটের বা ব্লগাসাইটের লিঙ্কটাকে ক্ষুদ্র করেন তাহলে আপনার পাবলিশ করা লিঙ্কের উপর ক্লিক করার সম্ভাবনা অনেক বেশী।
কিভাবে লিঙ্কটাকে শর্ট করবো?
লিঙ্ক ছোট করার অনেক ওয়েবসাইট বা অ্যাপ আছে যে গুলোতে প্রবেশ করে লিঙ্কটাকে দিলেই লিঙ্কটা শর্ট হয়ে আসে। কিন্তু আজ আমি সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। এই সাইটের সাথে হয়তোবা অনেকেই পরিচিত আছেন ওয়েবসাইটের নাম হচ্ছে "বিট-লি"। আশা করি এবার অনেকেই চিনতে পেরছেন।
আপনার ওয়েবসাইট বা যেকোন লিঙ্ক শর্ট করার জন্য আপনি যে লিঙ্ক শর্ট করবেন সেই লিঙ্ক-টি কপি করবেন। কপি করার পর আপনি "গুগোলে গিয়ে "বিট-লি" লিখে সার্চ করবেন । সার্চ করার পর আপনি ওয়েবসাইট-টি সবার প্রথমে দেখতে পারবেন,আপনি প্রথম সাইটে প্রবেশ করবেন। করার পর একটু স্ক্রল ডাউন ক্রলে একটি বক্স দেখতে পারবেন। এবার আপনি যেই লিঙ্ক-টি কপি করে রেখেছিলেন সেই লিঙ্কটি এবার এই বক্সের ভেতর পেস্ট করুন। পেস্ট করার পর ডান দিকে তাকালে "শরটেন" লেখা দেখতে পাবেন আপনি "শরটেন" এর উপর ক্লিক করলেই আপনার লিঙ্কটি শর্ট বা ছোট হয়ে যাবে ।
এবার আপনি এই লিঙ্কটি নিয়ে যেকোন যায়গায় শেয়ার করতে পারেন। কিন্তু আপনি যদি বার বার এই লিঙ্কটি অনেকবার শেয়ার করেন তাহলে আপনি এই শর্ট লিঙ্কটি বাতিল করার সম্ভাবনা আছে।
এছাড়াও অনেক ওয়েবসাইট আছে লিঙ্ক শর্ট করার জন্য । আমরা আপনাদের জন্য আস্তে আস্তে সব শেয়ার করবো। এর জন্য আমাদের সাথে থাকতে হবে।
আশা করি এই পোষ্ট-টি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনি আমাদের এই পোষ্টগুলো আপনার বধুদের সাথে শেয়ার করতে পারেন।
ধন্যবাদ আমাদের সাথে থাকের জন্য।
Our Main Website:https://www.ahasantech.com/
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন