আহসান টেক ব্লগ
https://bn.ahasantech.com/2021/05/freefire-bangladeshi-games-comming-soon.html
ফ্রি-ফায়ার গেমে আসছে বাংলাদেশী সার্ভার!
বর্তমান সময়ে ব্যাটেল রয়্যাল বা যুদ্ধক্ষেত্রের সবচেয়ে জনপ্রিয় গেমস হচ্ছে ফ্রি-ফায়ার । যা সেই ২০১৭ সালে সর্ব-প্রথম প্লেস্টোরে প্রকাশিত হয়েছিল। শুরুর দিকে এই গেমের জনপ্রিয়তা না পেলেও ধীরে ধীরে এই গেম-টি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শুরুর দিকে যারা বাংলাদেশী ফ্রি-ফায়ার গেমস খেলত তখন অন্যন্য সার্ভার এ গেম প্লে করতে হতো। এর কিছুদিন পর আমাদের ইন্ডিয়ান সার্ভারে নিয়ে আসা হয়। অনেকদিন ধরে ইন্ডিয়ান সার্ভারে গেম প্লে করেছি। কিন্তু যারা বাংলাদেশী গেমার রয়েছেন তাদের জন্য রয়েছে দারূণ সুখবর কারণ ফ্রি-ফায়ার গেম-টি অফিসিয়ালভাবে বাংলাদেশে একটি সার্ভার নিয়ে আসছে এতে করে আমরা আমাদের বাংলাদেশী বন্ধুদের সাথে গেম প্লে করতে পারব।
আমরা এই আপডেট-টি পেয়েছি ফ্রি-ফায়ার গেমের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে ।
ফ্রি-ফায়ার গেমের জন্য বাংলাদেশের জন্য আসছে আলাদা সার্ভার। তাই সবাই প্রস্তুত হয়ে যাও দেশীয় গেমিং অভিজ্ঞতা পেতে।
বর্তমানে বাংলাদেশে সার্ভারে জয়েন হতে হলে আপনাকে গেমের প্রি-রেজিস্টার করতে হবে । এবং এই গেমের প্রি-রেজিস্ট্রার সময় থাকবে আগামী ৮-ই জুন ২০২১ পর্যন্ত। তাই সবাই তাড়াতাড়ি প্রি-রেজিস্টার করে নিন।
কিভাবে আমি বাংলাদেশ সার্ভারের জন্য প্রি-রেজিস্টার করবো?
ফ্রি-ফায়ার গেমে বাংলাদেশ সার্ভার পেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করে প্রি-রেজিস্ট্রার করতে হবে ।
প্রি-রেজিস্ট্রার করুনঃhttps://bd-preregister.ff.garena.com/ind/partner
এবার আপনার সামনে এ -ধরনের ইন্টারপেজ আসবে । আপনি এবার প্রি-রেজিস্টারের উপর ক্লিক করুন।
এবার আপনার ফ্রি-ফায়ার আইডি লগিন করতে হবে । আপনি ফ্রি-ফায়ার যেটি দিয়ে ক্রিয়েট করেছেন সেটি দিয়ে লগিন করুন। (উদহারণ স্বরূপঃ ফেসবুক,গুগোল বা টুইটার)
ব্যাস আপনার প্র-রেজিস্টার সম্পূর্ণভাবে কমপ্লিট। আপনি এখন আপনার বন্ধুদের এই প্রি-রেজিস্টারের লিঙ্ক শেয়ার করে একটি টি-শার্ট জিতে নিতে পারেন ।
বাংলাদেশ থেকে কি ফ্রি-ফায়ার গেমে পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়া যাবে ?
বাংলাদেশ থেকে পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়া যাবে ৩-টি প্লাটফর্ম থেকে ইউটিউব,ফেসবুক এবং টিকটক থেকে । তবে অবশ্যই আপনার ভিডিও কন্টেন্ট ৮০% ফ্রি-ফায়ার গেম রিলেটেড হতে হবে ।
পার্টনার প্রোগ্রামে জয়েন হতে হলে কত সাবস্ক্রাইব এবং ফলো লাগবে?
*ইউটিউবের জন্য মিনিমাম ১লক্ষ সাবস্ক্রাইব লাগবে।
*ফেসবুকের জন্য মিনিমাম ১ লক্ষ ফলোয়ার লাগবে।
*টিকটকের জন্য মিনিমাম ২ লক্ষ ফলোয়ার লাগবে।
ইতিমধ্য আমাদের পরিচিত দুইটি গেমিং ইউটিউব চ্যানেল মি.ট্রিপলার এবং গেমিং উইথ জিহাদ গেরিনা ফ্রি-ফায়ারের পার্টনার প্রগ্রামে জয়েন আছে।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন