ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ "সিকিউরিটি প্রোটেকশন "আপডেট এসেছে সেখানে বলা হয়েছে আপনি যদি ২৮ অক্টোবরের মধ্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের এই "সিকিউরিটি" অপশান টি অন না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট-টি লক হয়ে যেতে পারে। এতে অনেকেই ভাবছেন যে যদি ২৮ এ অক্টোবরের মধ্য "সিকিউরিটি" প্রোটেকশন অপশান টি অন না করা যায় তাহলে ফেসবুক অ্যাকাউন্ট-টি বন্ধ হয়ে যেতে পারে। আসলে ব্যাপারটা এমন কিছুই নয়। তবে,আপনি যদি ২৮ অক্টোবরের মধ্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের এই "সিকিউরিটি" অপশান টি অন না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট-টি লক হয়ে যেতে পারে এটা সঠিক তবে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হবে না তবে পরবর্তী সময়ে আপনি এটি "আনলক" করে পূনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট-টি ব্যবহার করতে পারবেন। ফেসবুক ইতিমধ্যিই অনেককেই তাদের ই-মেইলের মাধ্যমে নটিফিকেশন দিয়ে দিয়েছে। অনেকেই ফেসবুকের নটিফিকেশন-টি পেয়ে গিয়েছেন।তবে, এই "সিকিউরিটি প্রোটেকশন "টি অনেক আগে থেকেই ছিল ফেসবুকে তবে এখন এটি বাধ্যতামূলক করে দিয়েছে তাদের যে ইউজার আছে তারা যেন তাদের অ্যাকাউন্ট-টি সেইফ রাখতে পারে। যারা "সিকিউরিটি প্রোটেকশন " নটিফিকেশন পেয়েছেন যারা পান-নি তারাও কিভাবে "সিকিউরিটি প্রোটেকশন " অন করবেন সে-টি এই পোষ্টের মাধ্যমে দেখে নিন।
ফেসবুকের "সিকিউরিটি প্রোটেকশন " আপশান টি অন করতে হলে আপনার মোবাইলের ফেসবুক অ্যাপে অথবা কম্পিউটারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট-টি লগিন করতে হবে। {এখানে মোবাইলে স্ক্রিনশট দেখানো হয়েছে}
মোবাইল স্ক্রিনে আসার পর থ্রি-ডট আইকনে গিয়ে এই অপশানে ক্লিক করতে হবে।
এবার আপনার সামনে এমন ইন্টারপেজ আসবে । আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সবুজ টিক চিহ্ন দেখাবে। আর যদি কোন প্রবেলেম থাকে তাহলে "ফিক্স নাউ" বাটন দেখতে পাবেন । নিচের স্ক্রিনশটগুলো দেখুন।