ফেসবুকের নতুন সিকিউরিটি প্রোটেকশন আপডেট!
ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ "সিকিউরিটি প্রোটেকশন "আপডেট এসেছে সেখানে বলা হয়েছে আপনি যদি ২৮ অক্টোবরের মধ্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের এই "সিকিউরিটি" অপশান টি অন না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট-টি লক হয়ে যেতে পারে। এতে অনেকেই ভাবছেন যে যদি ২৮ এ অক্টোবরের মধ্য "সিকিউরিটি" প্রোটেকশন অপশান টি অন না করা যায় তাহলে ফেসবুক অ্যাকাউন্ট-টি বন্ধ হয়ে যেতে পারে। আসলে ব্যাপারটা এমন কিছুই নয়। তবে,আপনি যদি ২৮ অক্টোবরের মধ্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের এই "সিকিউরিটি" অপশান টি অন না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট-টি লক হয়ে যেতে পারে এটা সঠিক তবে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হবে না তবে পরবর্তী সময়ে আপনি এটি "আনলক" করে পূনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট-টি ব্যবহার করতে পারবেন। ফেসবুক ইতিমধ্যিই অনেককেই তাদের ই-মেইলের মাধ্যমে নটিফিকেশন দিয়ে দিয়েছে। অনেকেই ফেসবুকের নটিফিকেশন-টি পেয়ে গিয়েছেন।তবে, এই "সিকিউরিটি প্রোটেকশন "টি অনেক আগে থেকেই ছিল ফেসবুকে তবে এখন এটি বাধ্যতামূলক করে দিয়েছে তাদের যে ইউজার আছে তারা যেন তাদের অ্যাকাউন্ট-টি সেইফ রাখতে পারে। যারা "সিকিউরিটি প্রোটেকশন " নটিফিকেশন পেয়েছেন যারা পান-নি তারাও কিভাবে "সিকিউরিটি প্রোটেকশন " অন করবেন সে-টি এই পোষ্টের মাধ্যমে দেখে নিন।
ফেসবুকের "সিকিউরিটি প্রোটেকশন " আপশান টি অন করতে হলে আপনার মোবাইলের ফেসবুক অ্যাপে অথবা কম্পিউটারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট-টি লগিন করতে হবে। {এখানে মোবাইলে স্ক্রিনশট দেখানো হয়েছে}
মোবাইল স্ক্রিনে আসার পর থ্রি-ডট আইকনে গিয়ে এই অপশানে ক্লিক করতে হবে।
এবার আপনার সামনে এমন ইন্টারপেজ আসবে । আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সবুজ টিক চিহ্ন দেখাবে। আর যদি কোন প্রবেলেম থাকে তাহলে "ফিক্স নাউ" বাটন দেখতে পাবেন । নিচের স্ক্রিনশটগুলো দেখুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন