বিজয় দিবস উপলক্ষে স্ট্যাটাস ভিডিও তৈরি করুন।
বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদ্যাপন করা হয় এবং সরকারীভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহারাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ভারতেও এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
বাঙালি জাতির জন্য এক গৈরবের বিষয় এই দিন আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করি।
আজকে আমাদের টপিক্স হচ্ছে '১৬ ই ডিসেম্বর নিয়ে একটি ভিপিক্স ভিডিও তৈরি করা Capcut Application দিয়ে।
তো প্রথমে ক্যাপকাট এপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে।
Capcut Download link:https://apkmody.io/apps/capcut
ডাউনলোড করা হয়ে গেলে। আপনার মোবাইল থেকে ইন্সটক করে নিবেন। এরপর নিচে থেকে এই ফাইল টি ডাউনলোড করে নেন।
বিজয় দিবসের ফাইল ডাউনলোডঃ
ভিডিও ফাইল টি ওপেন হয়ে গেলে এবার নিচের লক্ষ্য করলে Ovarlay এই অপশান-টি পাবেন। এখান থেকে ডাউনলোড করা PNG ইমেজ টি ওপেন করবেন। ওপেন করা হয়ে গেলে PNG Image টি ফুল স্ক্রিন করে Adjust করে দিবেন।
এরপর PNG Image টি ভিডিও যতটুক পর্যন্ত আছে ততটুকু Image টি টেনে নিয়ে যাবেন।
এরপর ভিডিও শুরুতে আসবেন। আসার পর উপরের দিকে একটা (Plus)➕ আইকন দেখতে পাবেন। আপননি সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এরপর ভিডিও এর শেষে আসবেন। (যেখানে ক্লিপ ভিডিও শেষ হয়েছে)।
আসার পর আবার ও প্লাস আইকন ক্লিক করে
PNG ইমেজটি যুম করে এডজাস্ট করে দিবেন। ব্যাস কাজ এতটুকুই এরপর আপনি প্রিভিও আইকনে ক্লিক করে ভিডিও-টি দেখতে পাবেন।
এবার ভিডিও-টি এক্সপোর্ট করার জন্য উপরের ডান কোনার দিকে একটি ⬆️ তীর আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করলেই ভিডিও-টি এক্সপোর্ট হয়ে যাবে। আপনি এই ভিডিও-টি আপনার ফাইলে পেয়ে যাবেন। এউ ভিডিও-টি তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করে বিজয় দিবস উদযাপন করতে পারেন।
আপনি যদি উপরের পোস্ট পড়ে বুঝতে না পারেন তাহলে নিচের ভিডিও-টি দেখুনঃ-
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন