আপনি কি বাংলা বর্ণমালা কয়টি এবং বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি
সম্পর্কে কিছুই জানেন না। তবে, আপনি আজকে জেনে নিন বাংলা বর্ণমালা এবং
বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সম্পর্কে। মূলত বাংলা বর্ণমালার সাহায্যেই
বাংলা ভাষা লেখা এবং বলা হয়। বাংলা বর্ণমালা সাধারণত বাংলাদেশ ও ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হল বাংলা সেই কারণে সেখানকার সরকারি ও বেসরকারি সমস্ত মাধ্যমেই বাংলা ভাষা ব্যবহৃত হয়। বাংলাদেশ ছাড়া ভারতের পূর্ব ভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মনিপুর রাজ্যে এই বাংলা ভাষা ব্যবহৃত হয়ে থাকে।
বাংলা বর্ণমালা কি ||Bangali Alphabet
ধ্বনি মানুষের মুখনিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কোনো আকার বা আকৃতি নেই। এগুলো মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শোনে। ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু প্রতীক তৈরি করা হয়েছে। আর এই প্রতীকের নামই হচ্ছে বর্ণ। আর বাংলা ভাষায় যে বর্ণমালা ব্যবহার করা হয় তাকে বাংলা বর্ণমালা বলা হয়।
বাংলা বর্ণমালা কয়টি ও কি কি
বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণমালা বা অক্ষর আছে। যার মধ্যে স্বরবর্ণ রয়েছে ১১ টি ও ব্যঞ্জনবর্ণ রয়েছে ৩৯ টি।
বাংলা বর্ণমালাকে মূলত মোট দুই ভাগে ভাগ করা হয়েছে যথা,
১.স্বরবর্ণ
২.ব্যঞ্জনবর্ণ
বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি
বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণমালা বা অক্ষর আছে। যার মধ্যে স্বরবর্ণ রয়েছে ১১ টি ও ব্যঞ্জনবর্ণ রয়েছে ৩৯ টি।
বাংলা স্বরবর্ণ কাকে বলে?
যে বর্ণ অন্য কোন বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলোকে স্বরবর্ণ বলে।
বাংলা স্বরবর্ণ কয়টি ও কি কি
স্বরবর্ণ:-
বাংলা বর্ণমালায় মোট ১১ টি স্বরবর্ণ রয়েছে। যথা- অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ।
বাংলা স্বরবর্ণ ২ প্রকার। যথাঃ-
১। মৌলিক স্বরবর্ণ বা মৌলিক স্বরধ্বনি
২। যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরধ্বনি
মৌলিক স্বরবর্ণ
মৌলিক স্বরবর্ণ বা মৌলিক স্বরধ্বনি ৭ টি। যথাঃ অ, আ, ই, উ, এ, অ্যা, ও
যৌগিক স্বরবর্ণ
যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরধ্বনি ২টি যথাঃ ঐ, ঔ
স্বরবর্ণ এর স্বরঃ
- হ্রাস স্বর ৪ টিঃ- অ, ই, উ, ঋ
- দীর্ঘ্য স্বর ৭টিঃ- আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ
স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন
- অ- অজগর
- আ-আম
- ই-ইলিশ
- ঈ-ঈগল
- উ-উদ্ভিদ
- ঊ-ঊষা
- ঋ-ঋতু
- এ-একতারা
- ঐ-ঐরাবত
- ও-ওল
- ঔ-ঔষধ
বাংলা স্বরবর্ণ উচ্চারণের নিয়ম
স্বরবর্ণ এর ইংরেজি অর্থ হচ্ছে "Vowel" ।
বাংলা ব্যঞ্জনবর্ণ কাকে বলে?
যে বর্ণ অন্য কোন বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে ন তাকে ব্যঞ্জনবর্ণ বলে।ব্যঞ্জনবর্ণ হচ্ছে এমন কিছু বর্ণ যারা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না।
ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি
ব্যঞ্জনবর্ণঃ-
বাংলা বর্ণমালায় মোট ৩৯ টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। যথা- ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ।
উচ্চারণের স্থান অনু্যায়ী ব্যঞ্জনবর্ণ কে চার ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ-
১. স্পর্শ বর্ণ
২. উষ্ম বর্ণ
৩. অন্তস্থঃবর্ণ
৪. অযোগবাহ বর্ণ
আরও পড়ুনঃ ইয়েতি সম্পর্কে অজানা রহস্য।
ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন
- ক-কলা
- খ-খেজুর
- গ-গরু
- ঘ-ঘড়ি
- ঙ-সঙ
- চ-চেয়ার
- ছ-ছাতা
- জ-জাহাজ
- ঝ-ঝুড়ি
- ঞ-মিঞ
- ট-টাকা
- ঠ-ঠেলাগাড়ি
- ড-ডিম
- ঢ-ঢোল
- ণ-হরিণ
- ত-তাল
- থ-থালা
- দ-দই
- ধ-ধান
- ন-নৌকা
- প-পায়রা
- ফ-ফুল
- ব-বই
- ভ-ভাত
- ম-মাছ
- য-যাঁতা
- র-রাজা
- ল-লিচু
- শ-শাপলা
- ষ-ষাঁড়
- স-সাপ
- হ-হাঁস
- ড়-গাড়ি
- ঢ়-আষাঢ়
- য়-ময়না
- ৎ-মৎস্য
- ং-মাংস
- ঃ-দুঃখ
- ঁ-চাঁদ
বাংলা ব্যঞ্জনবর্ণ উচ্চারণের নিয়ম
ব্যঞ্জনবর্ণ এর ইংরেজি অর্থ কি
ব্যঞ্জনবর্ণ এর ইংরেজি অর্থ হচ্ছে "Consonants" ।
শেষ কথাঃ বাংলা বর্ণমালা নিয়ে
বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষা বলতে এবং লিখতে হলে অবশ্যই বাংলা বর্ণমালা সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সম্পর্কে আমাদের জানতে হবে, তাই আজকের এই আলোচনায় আমি চেষ্টা করেছি বাংলা বর্ণমালা কয়টি, বাংলা বর্ণমালা কি, বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি এ সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে এই আর্টিকেল টি অনেক উপকারে আসতে পারে। ধন্যবাদ!